Date: January 04, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / নতুন বছরে নতুন গান নিয়ে আসছেন সুকুমার বাউল‘মানব দেহ’

নতুন বছরে নতুন গান নিয়ে আসছেন সুকুমার বাউল‘মানব দেহ’

December 27, 2023 11:44:15 AM   বিনোদন প্রতিবেদক
নতুন বছরে নতুন গান নিয়ে আসছেন সুকুমার বাউল‘মানব দেহ’

বিনোদন প্রতিবেদক:

‘বলব না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে’ গানটি অনলাইনে প্রকাশ হওয়ার পর রাতারাতি জনপ্রিয়তা পান সংগীত শিল্পী সুকুমার বাউল। এবার নতুন বছরের নতুন গান নিয়ে আসছেন তিনি।

গীতিকার এইচ এম নিপুর কথা অপু রায়হানের সুর ও সংগীত আয়োজনে ‘মানব দেহ’ শিরোনাম গানে কণ্ঠ দিয়েছেন সুকুমার বাউল।

গানটির প্রসঙ্গে বাউল সুকুমার বলেন, ‘মানব দেহ’ সরল-সহজ কথামালায় সাজানো একটি গান। গানটি আমার হৃদয়ে স্থান করে নিয়েছে। আশা করছি শ্রোতারা গানটি উপভোগ করবে।

গীতিকার এইচ এম নিপু বলেন, ‘মানব দেহ’ গানটি মুক্তি আগে কোনো কথা বলতে চাই না। কিন্তু একটা কথা বলতে পারি শ্রোতারা অনেক দিন পর ভালো একটা গান শুনতে পাবে।বগুড়ার চমৎকার জায়গায় গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শামীম আহসান। গানটিতে মডেল হয়েছেন শিল্পী সুকুমার বাউল নিজেই।