Date: May 09, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / ফিলিস্তিনি শিশুদের জন্য মন কাঁদছে ইরফান পাঠানের

ফিলিস্তিনি শিশুদের জন্য মন কাঁদছে ইরফান পাঠানের

November 04, 2023 11:29:18 AM   স্টাফ রিপোর্টার
ফিলিস্তিনি শিশুদের জন্য মন কাঁদছে ইরফান পাঠানের

স্টাফ রিপোর্টার:
বিশ্বজুড়ে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলি সেনাদের যুদ্ধে গাজা কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। যেখানে নিহতদের বড় একটা অংশ শিশু। তাদের জন্য মন কাঁদছে সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের। নির্দয়ভাবে শিশুহত্যা বন্ধে তিনি বিশ্বনেতাদের একজোট হওয়ার আহবান জানিয়েছেন।

গত ৭ অক্টোবর থেকে প্রথম ইসরায়েলের ওপর হামলা চালায় হামাস। এরপর ইসরায়েলি সেনাদের টানা হামলায় অন্তত ৯২২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যা মধ্যে বড় একটা অংশই শিশু। অন্যদিকে, ইসরায়েলে হামাসের হামলায় ১৪০০ জনের বেশি মানুষ মারা গেছেন।

গাজার পরিস্থিতিতে ব্যথিত ইরফান পাঠান। বর্তমান এই ধারাভাষ্যকার নিজের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে লিখেন, ‘প্রতিদিন গাজায় দশ বছরেরও কম বয়সী নিষ্পাপ শিশুদের হত্যা করা হচ্ছে। কিন্তু গোটা বিশ্ব এখনও চুপ। ক্রীড়াবিদ হিসেবে আমি শুধু এই বিষয়টি নিয়ে কথা বলতে পারি। তবে সময় এসেছে, বিশ্বের সকল নেতাকে একজোট হতে হবে। এই নির্দয় শিশুহত্যা বন্ধ করতে হবে।’

এর আগে গাজার পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। বিশ্বকাপের ম্যাচ জিতে উৎসর্গ করেছিলেন গাজার সাধারণ মানুষকে। সে সময় তিনি লিখেছিলেন, ‘এই জয় গাজার ভাই-বোনদের জন্য। জয়ে অবদান রাখতে পেরে খুশি। যদিও এটা গোটা দলের কৃতিত্ব। বিশেষ করে আবদুল্লাহ শাফিক এবং হাসান আলি কাজ সহজ করে দিয়েছে। দুর্দান্ত আতিথেয়তা এবং সমর্থনের জন্য হায়দরাবাদের মানুষকে কৃতজ্ঞতা জানাই।’

এছাড়া ক্রিড়াঙ্গনের নানা প্রান্ত থেকে ফিলিস্তিনে চলমান ঘটনার প্রতিবাদ ও সমালোচনা চলে আসছে। অনেকে আর্থিকভাবে তাদের পাশেও দাঁড়াচ্ছেন। কেউবা ধারাবাহিক দাবি তুলে আসছেন চলমান এই যুদ্ধ থামানোর জন্য।