Date: January 04, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / ‘লাস্যময়ী নারী’ সাজে আসলে এই নারী কোনো অভিনেত্রী নন, তিনি একজন অভিনেতা!

‘লাস্যময়ী নারী’ সাজে আসলে এই নারী কোনো অভিনেত্রী নন, তিনি একজন অভিনেতা!

November 02, 2023 11:52:55 AM   বিনোদন প্রতিবেদক
‘লাস্যময়ী নারী’ সাজে আসলে এই নারী কোনো অভিনেত্রী নন, তিনি একজন অভিনেতা!


বিনোদন প্রতিবেদক:

লাল শার্টিনের শাড়ি, কাঁধ অবধি লম্বা চুল, ঠোঁটে লাল রঙের লিপস্টিকে যেন চোখ ফেরানোই দায়! লাস্যময়ী সাজে এই নারী আসলে কোনো অভিনেত্রী নন, তিনি একজন অভিনেতা!

ছবির এই নারী নাকি কলকাতার জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’র নতুন ‘মিশকা’। যার নাম প্রারব্ধি সিং। পর্দায় সেনগুপ্ত পরিবারের ছেলে জয় সেনগুপ্ত।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে প্রারব্ধি সিং নারী সেজেছেন। মূলত গল্পে আসল মিশকাকে জেলে যেতে হয়, তাই জয় সেনগুপ্তকে সাজ নিতে হয় নারীর।

এ সম্পর্কে প্রারব্ধি বলেন, ‘গল্পের জন্যই মিশকা সাজা আমার। বাড়ির বাচ্চারা খুব ভয় পেয়ে আছে। কারণ, তারা জানতে পেরেছে, মিশকা জেল থেকে ছাড়া পেয়েছে। তখনই ওদের বোঝাতে দীপা, আমি আর সূর্য মিলে একটা নাটক করছি। এ জন্যই এই সব সাজ। আমার বেশ ভালোই লেগেছে। এই প্রথম নিজেকে এমন অন্য ভাবে দেখলাম, তাই আরও ভালো লাগছে।’

সিরিয়ালে নিজের নতুন লুকের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করছেন অভিনেতা। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, একদম মিশকার মতো।

তার সেই পোস্টে অভিনেতা প্রীতম দাস মন্তব্য করেছেন, ‘বাইসেপওয়ালা মিশকা।’ অবশ্য কিছুদিন আগে অভিনেতা প্রীতমকেও এমনই একটি রূপে দেখতে পেয়েছিলেন দর্শকরা। ‘রাঙা বউ’ ধারাবাহিকে নারীর সাজে হাজির হয়েছিলেন তিনি।