জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদি উপাসনালয় সিনাগগ নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভির। গতকাল সোমবার দেওয়া ইসরায়েলি মন্ত্রীর এমন বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সংবাদমাধ্যম আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইতামার জানান, সম্ভব হলে পবিত্র আল–আকসা মসজিদ প্রাঙ্গণে তিনি একটি সিনাগগ (ইহুদি উপাসনালয়) তৈরি করবেন। তিনি বলেন, ‘আমি যদি আমার ইচ্ছামত কিছু করতে পারি তবে আমি এই স্থাপনায় একটি ইসরায়েলি পতাকা রাখতাম।’
এসময় তাঁকে জিজ্ঞাসা করা হয়, সুযোগ পেলে তিনি ওই জায়গায় সিনাগগ তৈরি করবেন কি না। শেষ পর্যন্ত ‘হ্যাঁ’ সূচক উত্তর দেন বেন গভির। তাঁর মতে, ওই জায়গায় ইহুদিদের প্রার্থনা করার অনুমতি দেওয়া উচিত।
ইসরায়েলি মন্ত্রী বলেন, ‘আরবরা যেখানে চায় সেখানেই প্রার্থনা করতে পারে। সুতরাং ইহুদিদেরও যেখানে খুশি সেখানে প্রার্থনা করার সুযোগ থাকা উচিত।’
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, ইসরায়েলি মন্ত্রীর বক্তব্যটি বিপজ্জনক। পবিত্র স্থানগুলোর সুরক্ষার দায়িত্ব নিতে আরব ও ইসলামি দেশগুলোকে আহ্বান জানিয়েছে তারা।
ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত। এটি ফিলিস্তিনের জাতীয় পরিচয়ের প্রতীক। এটি ইহুদিদের কাছেও পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত।
২০২২ সালে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তত ছয়বার ওই বিরোধপূর্ণ