রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বেলারুশের লুকাশেঙ্কোকে বলেছেন, রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের প্রতীক্ষিত পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে। রুশ যোদ্ধাদের বিরুদ্ধে লড়তে সফল হয়নি তারা। এ খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় নিউজ এজেন্সি তাস।
বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলাপ হয় এই নেতার। লুকাশেঙ্কো বলেন, কোনও পাল্টা আক্রমণ নেই। এ সময় পুতিন বলেন, তাদের আক্রমণ পুরোপুরি ব্যর্থ।
প্রতিবেশী ও মিত্র বেলারুশের বিরুদ্ধে যেকোনও আগ্রাসন রাশিয়ার ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। পুতিনের এমন সতর্কবার্তার পরই রবিবার লুকাশেঙ্কো রাশিয়ায় সফরে গেছেন।
লুকাশেঙ্কোর পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ২০২২ সালে ইউক্রেনে রুশ হামলা শুরুর আগে প্রস্তুতি হিসেবে বেলারুশে দফায় দফায় যৌথ সামরিক মহড়া চালায় মিনস্ক-মস্কো। নিজেদের নিরাপত্তার কথা তুলে ধরে বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া।
ইউক্রেন থেকে রাশিয়ার বাহিনী উৎখাতে পাল্টা আক্রমণ চলছে কিয়েভের। পশ্চিমাদের থেকে পাওয়া অস্ত্র নিয়ে তাদের বিরুদ্ধে লড়ছে জেলেনকস্কির যোদ্ধারা। কিন্তু এখন পর্যন্ত বড় ধরনের অগ্রগতির দাবি করতে পারেনি দেশটি। সূত্র: আল জাজিরা