Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / গাজায় ১১ ইসরায়েলি সৈন্য নিহত, হামাসের হামলায়

গাজায় ১১ ইসরায়েলি সৈন্য নিহত, হামাসের হামলায়

December 12, 2023 02:36:14 PM   আন্তর্জাতিক ডেস্ক
গাজায় ১১ ইসরায়েলি সৈন্য নিহত, হামাসের হামলায়

অবরুদ্ধ গাজা উপত্যকার শুজাইয়া এলাকায় ইসরায়েলের সামরিক বাহিনীর সাঁজোয়া যানের বহরে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা কাশেম বিগ্রেডস। এই হামলায় ইসরায়েলি অন্তত ১১ সৈন্য নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস। হামলায় ইসরায়েলি সামরিক বাহিনীর কয়েকটি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।

কাশেম বিগ্রেডস বলেছে, গাজা শহরের শুজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর সাতটি সামরিক যানকে লক্ষ্যবস্তু বানিয়েছে তারা। এ সময় সামরিক যান লক্ষ্য করে গোলাবর্ষণ ও গুলি নিক্ষেপ করা হয়েছে।

গাজার সশস্ত্র এই গোষ্ঠী বলেছে, মঙ্গলবার গাজার কয়েকটি এলাকায় ইসরায়েলি সৈন্যদের সাথে হামাসের যোদ্ধাদের সংঘর্ষ হয়েছে। এতে ইসরায়েলি সামরিক বাহিনীর অন্তত ১১ সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হামাস।

কাশেম বিগ্রেডস বলেছে, সংঘর্ষের সময় ইসরায়েলি সৈন্যদের বহনকারী একটি গাড়িতে গোলাবর্ষণ করা হয়। এতে ওই গাড়ির তিন সৈন্য নিহত হয়েছেন। সংঘর্ষে ইসরায়েলি সৈন্যদের অনেকে আহত হয়েছেন বলেও দাবি করেছে হামাস।

আহত সৈন্যদের সরিয়ে নেওয়ার কাজে নিয়োজিত ইসরায়েলি সামরিক বাহিনীর অপর একটি দলও উদ্ধার তৎপরতার সময় হামাসের হামলার শিকার হয়েছে। হামাস বলেছে, উদ্ধারকারী সৈন্যরা একটি ট্যাংক থেকে সৈন্যদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এ সময় তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ফলে ইসরায়েলি আরও কয়েকজন সৈন্য নিহত হয়েছেন।

গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ভূখণ্ডে ঢুকে হামলা চালায়। এতে ইসরায়েলে এক হাজার ২০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে। এই হামলার পর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। হামাসকে নির্মূল করার অঙ্গীকারে অক্টোবরের শেষের দিকে গাজায় স্থল অভিযান শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজায় স্থল অভিযান পরিচালনার সময় এখন পর্যন্ত ইসরায়েলের অন্তত ১০৫ সৈন্য নিহত হয়েছেন।