Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / গোপন দল তৈরি করেছেন নেতানিয়াহু

গোপন দল তৈরি করেছেন নেতানিয়াহু

December 11, 2023 02:32:09 PM   আন্তর্জাতিক ডেস্ক
গোপন দল তৈরি করেছেন নেতানিয়াহু

দখলদার ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল-১৩ জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি গোপন দল তৈরি করেছেন। যুদ্ধ শেষে ফিলিস্তিনিনের গাজা উপত্যকায় কি করা হবে, এ বিষয়ে পরিকল্পনা করতে একাধিকবার বৈঠক করেছে দলটি।

দলটি তৈরি করা হয়েছে সেনাবাহিনীর কর্মকর্তাদের নিয়ে। এটির নেতৃত্বে রয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরামর্শক তাজাখি হানেগবি এবং কৌশলগত সম্পর্ক মন্ত্রণালয়ের মন্ত্রী রোন দারমার।  

চ্যানেল-১৩ জানিয়েছে, এ দলটি এখন পর্যন্ত চারবার বৈঠক করেছে এবং তারা এ সপ্তাহে আবারও বৈঠকে বসবে।

আর বৈঠকে উপস্থিত থাকবে ইসরায়েলি সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা মোসাদ এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিন বেটের প্রতিনধিরা।

সংবাদমাধ্যমটিকে ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মাইক হারজোগও এসব বৈঠকে অংশ নিচ্ছেন। আর যুক্তরাষ্ট্র এ ব্যাপারে অবহিত আছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইতিমধ্যে কয়েকবার বলেছেন, যুদ্ধশেষে গাজার নিরাপত্তার দায়িত্বে থাকবে ইসরায়েলি সেনারা। যুক্তরাষ্ট্র যদিও ইসরায়েলের কথিত ‘আত্মরক্ষার অধিকারকে’ সমর্থন জানাচ্ছে; তবে দেশটি ইসরায়েলকে জানিয়েছে, যুদ্ধ শেষে সেখানে তারা অবস্থান করতে পারবে না। এছাড়া গাজার ভূমি দখল করাও মেনে নেওয়া হবে না জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। নেতানিয়াহু যুদ্ধের শুরু থেকে বলে আসছেন, গাজা থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করবেন তারা। যদিও দুই মাস ধরে যুদ্ধ চললেও এখনো সেখানে হামাসের শক্ত অবস্থান রয়েছে। তবে নেতানিয়াহু হুমকি দিয়েছেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত তাদের এ যুদ্ধ চলবে।