Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / বাংলাদেশে শাখা খুলতে চায় রাশিয়ার এসবারব্যাংক

বাংলাদেশে শাখা খুলতে চায় রাশিয়ার এসবারব্যাংক

July 21, 2023 10:55:32 AM   আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশে শাখা খুলতে চায় রাশিয়ার এসবারব্যাংক

রাশিয়ার সবচেয়ে বড় ঋণদাতা প্রতিষ্ঠান এসবারব্যাংক বলছে, তারা বাংলাদেশে ব্যাংকিং সেবা দেওয়ার সম্ভাবনা অন্বেষণ করছে। কেননা রাশিয়ার ব্যবসাগুলোর চোখ এখন প্রাচ্যে।

রয়টার্স।
বাংলাদেশে শাখা খুলতে এসবারব্যাংক ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে দুই দফা বৈঠক সেরেছে। গেল বুধবার এ নিয়ে বাংলাদেশি একটি নিউজপোর্টালে সংবাদ ছাপা হয়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেন আক্রমণ করে। এর পর থেকে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে। গেল মাসে অস্ট্রিয়ান সাবসিডিয়ারি বিক্রির মধ্য দিয়ে ইউরোপের বাজার থেকে ব্যাংকটিকে প্রত্যাহার করা হয়। এসবারব্যাংক এখন নিষেধাজ্ঞা পরিস্থিতি কাটিয়ে উঠতে চাইছে।  

অনেক রাশিয়ান কোম্পানির মতো এসবারব্যাংক এশিয়ার দিকে অগ্রসর হচ্ছে। এই অঞ্চলে এটি নতুন ব্যবসায়িক অংশীদার খুঁজছে।

এসবারব্যাংকের নির্বাহী বোর্ডের ডেপুটি চেয়ারম্যান আনাতোলি পপভ বলেন, তাদের ব্যাংক বাংলাদেশে ব্যবসা করা রাশিয়ার ক্লায়েন্টদের অনুরোধে ব্যাংকিং পরিষেবা দিতে সম্ভাবনা ও ছক অনুসন্ধান করছে।

রাশিয়া এখন ডলারের বিকল্প খুঁজছে। এই পরিস্থিতিতে ইতোমধ্যে এসবারব্যাংকের একটি প্রতিনিধিদল বাংলাদেশে শাখা খোলার আলোচনার জন্য দেশটিতে সফর করেছে।