Date: December 27, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / ৫ ঘণ্টা পর স্বাভাবিক দক্ষিণাঞ্চলের রেল চলাচল

৫ ঘণ্টা পর স্বাভাবিক দক্ষিণাঞ্চলের রেল চলাচল

November 22, 2024 12:58:11 PM   নিজস্ব প্রতিনিধি
৫ ঘণ্টা পর স্বাভাবিক দক্ষিণাঞ্চলের রেল চলাচল

ঢাকার জুরাইনে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভের কারণে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের রেল চলাচল।

শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে বিক্ষোভের ওই লাইনে রেল চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক হলে বিকেল ৩টা ৫০ মিনিটে ঢাকা থেকে পুনরায় ট্রেন ছেড়ে গেছে বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনের মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, অটোরিকশা চালকরা রেললাইনে অবস্থান নিলে আমাদের পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চল ও নারায়ণগঞ্জমুখী সব ট্রেন বন্ধ রাখতে হয়। পরে পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার তথ্য পেলে বিকেল ৩টা ৫০ মিনিটে কমলাপুর থেকে প্রথম ট্রেন ছেড়ে যায়।

এদিন জুরাইনে সড়ক ও রেললাইনে অবস্থান নেওয়া ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। রিকশাচালকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে কাঁদুনে গ্যাসও ছোড়ে পুলিশ।

ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে শুক্রবার তৃতীয় দিনের মতো চালকরা রাস্তায় নামেন।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, দুপুর ১টার দিকে পুলিশ রিকশাচালকদের সড়ক ছেড়ে দিতে বললে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ছুড়ে ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে রিকশাচালকরা বিক্ষিপ্তভাবে ওই এলাকায় অবস্থান করেন। একপর্যায়ে তারা সরে গেলে সড়কে যান চলাচল ও ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।