Date: December 04, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / ছাত্র নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্যের ডাক দেবেন ড. ইউনূস

ছাত্র নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্যের ডাক দেবেন ড. ইউনূস

December 03, 2024 12:37:26 PM   নিজস্ব প্রতিবেদক
ছাত্র নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্যের ডাক দেবেন ড. ইউনূস

দেশের সার্বিক পরিস্থিতিতে রাজনৈতিক দল, ছাত্র নেতৃবৃন্দ ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা ছয়টার পর থেকে সাড়ে সাতটা পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক, আন্দোলনে থাকা অন্য ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস। পরদিন বুধবার বিকেল চারটার দিকে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এর পরেরদিন ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তবে সময় এখনো চূড়ান্ত হয়নি।

প্রেস সচিব বলেন, বৈঠক থেকে জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা।