জুমার নামাজ ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিশেষ করে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে পুলিশের পাশাপাশি সাদা পোশাকধারী ডিবি পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছেন। যারা মসজিদের ভেতরে ঢুকছেন সন্দেহজনক হলে তাদের তল্লাশি করা হচ্ছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে এমন চিত্রই দেখা গেছে। যেসব মুসল্লি ব্যাগ নিয়ে মসজিদের ভেতরে ঢুকছেন তাদের ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে। পল্টন মোড় থেকেই সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ সদস্যরা।
তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, কোনো ঝুঁকি বা অনভিপ্রেত ঘটনার সম্ভাবনা নেই। স্বাভাবিকভাবেই প্রতি শুক্রবারই এমন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিশেষ করে ভেতরে যারা প্রবেশ করেন তাদের মধ্যে সন্দেহভাজন এবং ব্যাগ নিয়ে যারা প্রবেশ করছেন তাদের তল্লাশি করা হচ্ছে। এটি সাধারণ মুসল্লিদের নিরাপত্তার স্বার্থেই করা হয়েছে।