Date: December 12, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / রাতের তাপমাত্রা কমতে পারে আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস

রাতের তাপমাত্রা কমতে পারে আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস

December 06, 2024 01:13:10 PM   নিজস্ব প্রতিবেদক
রাতের তাপমাত্রা কমতে পারে আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস

সারা দেশে আগামী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস করতে পারে। একইসঙ্গে দেশের উত্তরাঞ্চলে আগামী সোমবার (৯ ডিসেম্বর) থেকে দিনের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলকায় অবস্থান করছে। মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এমন অবস্থায় আগামী তিনদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এছাড়া শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আর এই সময়ের মধ্যে সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে আগামী সোমবার (৯ ডিসেম্বর) দেশের অধিকাংশ জায়গায় রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানানো হয়েছে।

অপরদিকে গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৬টা আজ সকাল ৬টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের টেকনাফে। যার পরিমাণ ৩০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের দিনাজপুর জেলায়। যার পরিমাণ ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর এ সময়ের মধ্যে দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি।