গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কথা ভাবছেন অন্তর্বর্তী সরকারের নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এ বিষয়ে উদ্যোগ নেয়ার কথা জানান তিনি।
তিনি বলেন, “তারা স্বাধীন গণমাধ্যমের কথা ভেবেছেন। সাংবাদিক সমাজের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে উদ্যোগ নেবেন।”
সেইসাথে গণমাধ্যমে নিরপেক্ষতা চর্চার ওপর জোর দিয়ে তিনি বলেন, “আমরা দেখেছি গণমাধ্যমে আওয়ামী লীগ বিএনপির মতো দুটা ভাগ থাকে। এ ধরনের রাজনৈতিক দলীয়করণ যেন সাংবাদিকদের মধ্যে না দেখি। আমরা যেন একটি নিরপেক্ষ জায়গায় জনগণের পক্ষে কথা বলতে পারি।”
সেইসাথে সেন্সর বোর্ড পুনর্গঠন করা, সাইবার নিরাপত্তা আইন পুনর্বিবেচনা করা এবং দ্রুততম সময়ে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দায়িত্ব নেওয়ার পর রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দপ্তর প্রধানের সঙ্গে বৈঠক করেন তথ্য উপদেষ্টা। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।